যাত্রীদের নিরাপদ যাত্রায় ট্রাফিক মতিঝিল বিভাগের পুলিশ সদস্যের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Passenger Voice    |    ১২:২৪ পিএম, ২০২৪-০৩-৩১


যাত্রীদের নিরাপদ যাত্রায় ট্রাফিক মতিঝিল বিভাগের পুলিশ সদস্যের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে দায়িত্বরত ট্রাফিক মতিঝিল বিভাগের পুলিশ সদস্যের নিয়ে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

৩০ মার্চ শনিবার ট্রাফিক মতিঝিল বিভাগের ৩৫০ জন পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ট্রাফিক মতিঝিল বিভাগের উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম-সেবা ব্রিফিং প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাস্তা হকার মুক্ত করা,শতভাগ পেশাদারিত্ব ও কর্তব্য নিষ্ঠায় জিরো টলারেন্স,শপিংমল কেন্দ্রিক করণীয়,অবৈধ পার্কিং উল্টো পথে চলাচল,অপরাধ বিভাগের সঙ্গে সমন্বয়,বাস স্টপেজ ব্যবস্থাপনা,ইন্টারসেকশন ম্যানেজমেন্ট এবং করণীয়-বর্জনীয় সহ ডিএমপি কমিশনার মূল্যবান দিক নির্দেশনা সমূহ সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়।

ব্রিফিং প্যারেডে ট্রাফিক মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার  উপস্থিত ছিলেন।